স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও মঠবাড়িয়া স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড রোববার সকাল ৮ টায় তাঁর প্রতিকৃত্বিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে তার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুদ্ধ কালীন সুন্দরবন আসাদ নগর অঞ্চলের সাব সেক্টর কমান্ডিং অফিসার মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আ‘লীগ সহ সভাপতি আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আ‘লীগ নেতা আমজাদ হোসেন হাওলাদার, প্রভাষক জুলহাস শাহিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে-মসজিদের ছানী ঈমাম মাওলানা মোঃ গোলাম কিররীয়া।
উল্লেখ্য- ১৯৭৩ সালের ৩ জানুয়ারী সন্ধ্যায় মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারে আসার পথে হাইস্কুল সড়কের ওপর (বর্তমান মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ের পাশে) ওঁৎ পেতে থাকা একদল দুষ্কৃতিকারীদের গুলিতে সওগাতুল আলম সগীর শহীদ হন।