স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক গুলিশাখালী ইউপি সদস্য শাহাদাৎ হোসেন রাজা মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। রোববার সন্ধ্যায় গুলিশাখালী বাজারে এ ঘটনা ঘটে। আহত রাজামিয়াকে স্বজনরা উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানাগেছে, আহত সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার সাথে একই ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সন্ধ্যায় রাজা মিয়া গুলিশাখালী থেকে মোটর সাইকেল যোগে টিয়ারখালী নিজ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তার মটর সাইকেলের গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।