স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামে সাবেক ইউপি সদস্য আলতাফ আকনের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ১০/১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দোতালা বিল্ডিংযের পিছনের বেলকুনির গ্রীল কেঁটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তাসহ চার জনকে জিম্মি করে স্টীলের আলমারী, ওয়াড্রপ ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংঙ্কার, ৩টি মোবাইল সেট ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে মূহুর্তের মধ্যে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই টহলরত তুষখালীর ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, রাতে টহল পুলিশ ও সকালে থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।