স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিষধর সাপের কামড়ে মানিক তালুকদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। তিন সন্তানের জনক কৃষক মানিক তালুকদার ওই গ্রামের নয়া তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকালে মানিক তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বাড়ির নিকটবর্তী ধান ক্ষেতে যায়। এ সময় তার বাম পায়ে বিষধর সাপে কামড় দিলে সে অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্বজনরা কৃষক মানিককে নিয়ে সাপের বিষ নামানোর জন্য বড় হারজী জনৈক ওঝার কাছে নিয়া যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।