স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতান মাহমুদ (৪৩) কে রোববার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুলতান উপজেলার তাফালবাড়িয়া গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এ এসআই নাঈমুর রহমান জানায়, ২০১২সালে স্ত্রীর করা মামলায় পারিবারিক আদালত মঠবাড়িয়া পিরোজপুর ২০ ফেব্রুয়ারী২০২০ তারিখ আসামী সুলতানকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামী সুলতানকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার তাফালবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতানকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গ্রেফতার করা হয়। আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।