স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪ বছরের সাজাপ্রাাপ্ত পলাতক আসামী ইউসুুফ শরীফ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ শরীফ ওই গ্রামের আ. হক শরীফের ছেলে।
পুলিশ জানায়, ২০১৭ সালে পিরোজপুর যুগ্ন দায়রা জজ -২ এর আদালতে তার বিরুদ্ধে জি আর ২৯৮/১১ মঠবাড়িয়া মামলায় ৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিলো।
মঠবাড়িয়া থানার ওসি মো.গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত ইউসুফ শরীফকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।