স্টাফ রিপোর্টার : মঙ্গলবার রাতে ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া-চরখালী সড়কের বুধাইবাড়ি নামক স্থানে কালভার্ড সংলগ্ন ডোবায় পড়ে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ৪০ যাত্রী।
প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো ব-১১-৪৮০৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গেলেও বাস ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
বাসটি খাদে পড়ার কারণে মঠবাড়িয়ার সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জসহ ১২ রুটের যান চলাচল বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে ঈদের ছুটির পর কর্মমুখী মানুষ ভোগান্তিতে পড়েছে।
মঠবাড়িয়া থানার এসআই মোল্াঁ রমিজ জাহান জুম্মা জানান, বাসটি খাদে পড়ার কারণে মঠবাড়িয়ার সাথে সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেলসহ পথচারী চলাচলের ব্যবস্থা করা হয়েছে।