স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব নামাজ বাদ মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব ভবনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম আকরামুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, জিল্লুর রহমান, দেবদাস মজুমদার, মিজানুর রহমান মিজু, নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজ, আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে সাংবাদিক মাওলানা আবুল বাশার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।