স্টাফ রিপোর্টার : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা দক্ষিণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এম এম রেদওয়ান হোসেন।
মঠবাড়িয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, জুবায়ের মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় ছাত্রনেতারা জ্বালাও পোড়ায় রাজনীতি বন্ধ এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য সকলের প্রতি আহবান জানান।