স্টাফ রির্পোটার : মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী এমপি।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ দিলীপ কুমার পাইকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুধন মন্ডল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম চুন্নু, শিক্ষানুরাগি আবু সাইদ মোল্লা, মিঠাখালী সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী, প্রভাষক ফারুক হোসেন প্রমূখ ।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মেসার্স শাহীন তালুকদার ভবন নিমানের কাজটি সমাপ্ত করেন।
প্রধান অতিথি সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে নিরলশভাবে কাজ করছে। তিনি আরও বলেন পর্যাক্রমে উপজেলার সকল বিদ্যালয় ভবন আধুনিকায়ন করা হবে।
