স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে হত্যার চেষ্টা ও অফিস ভাংচুরের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন, স্বেচ্ছাসেবী, শিশু পরিবার, কর্মকর্তা-কর্মচারী মানবন্ধনসহ কালো ব্যাচ ধারণ করেন।
ইউনিয়ন সমাজকমী মো. ফারুক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন সমাজকমী হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, মিসেস্ শামসুন্নাহার, মহিলা অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার জাফর খান, কারিগরি প্রশিক্ষক শাহ আলম প্রমুখ।