স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের সংখ্যালঘু একটি পরিবারের বিরোধীয় জমি দখলের চেষ্টাকালে ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করলে ওই সংখ্যালঘুর পরিবারের সদস্যদের ওপর হামলা ও দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এ ঘটনায় মনিন্দ্র নাথ বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করলে পুলিশ রাতেই মামুন (৩০) ও তার সহযোগি তোফেল (৪৫) কে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কৃষক মনিন্দ্র নাথ ওঝার পৈত্রিক সম্পত্তি নিয়ে পার্শবর্তী বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামের প্রভাবশালী হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে হফিজুর রহমান ও তার দুই ছেলেসহ ৪/৫ জনের একটি দল পরিকল্পিত ভাবে খড়ের মেইতে আগুন ধরিয়ে দিয়ে আতঙ্ক ছড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন সবজী গাছ কেটে ফেলে এবং হামলা চালিয়ে গোয়াল ঘর ও কাচারী ঘর ভাঙ্গচুর করে। এ সময় পরিবারের লোকজন বাঁধা দিতে আসলে মারধোর ও দুই নারীর শ্লীলতাহানি ঘটায়।
মঠবাড়িয়া থানা ওসি কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয় এবং বাকীদের গেফতারের চেষ্টা চলছে।