স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় শ্রীগুরু সঙ্ঘ ও কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির উদ্যোগে আটদিন ব্যপী শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বৃহস্পতবার অনুষ্ঠিত হয়েছে। সু-সজ্জিত র্যালীটি কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু করেমঠবাড়িয়ার গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় হরি মন্দির এসে শেষে হয়।
“জ্ঞান শক্তি সমারুঢ় তত্তমালা বিভুষিতম! ঋক্তি মুক্তি প্রদাতারং তষ্মৈই শ্রী গুরুবে নমঃ” এই মন্ত্রকে হৃদয়ে ধারন করে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচায্যবর শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরণে এবং বিশ্ব শান্তি কামনায় এ মহানাম যজ্ঞা করা হয়।
এছাড়া দিনব্যাপী প্রাতঃকালীন প্রার্থনা ও গুরু বন্দনা, র্যালী, শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু দেবের পাদুকা উৎসব আরতী, সমাবেত প্রার্থনা ও গুরু প্রসঙ্গে গান, শ্রীমদ্ভাগবত পাঠ, ও মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস অনুষ্ঠিত হয়।