স্টাফ রিপোর্টাস : পিরোজপুরের মঠবাড়িয়া উপজলে শ্রমিকলীগ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি আনন্দ ব্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শ্রমিকলীগ কার্যালয়ে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেদৌস। মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা তাতী লীগ সভাপতি নাসির উদ্দিন,
উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হেলাল আবু ইউসুফ রায়হান, সাবেক ধর্ম বিষয়ক সম্মাদক নাজমুল ইসলাম, শ্রমিকলীগ সদস্য নাসির জমাদ্দার, মহারাজ, মজিবর রহমান প্রমুখ।
