স্টাফ রিপোর্টার : মাধ্যমকি ও উচ্চ মাধ্যমকি র্পযায়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরবিশেন প্রতিযোগিতা অনুষ্ঠতি হয়েছে। বুধবার সকালে কেএম লতীফ ইনস্টিটিউশন মিলনায়তনে উপজলো প্রশাসনরে উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠতি হয়।
প্রতিযোগিতায় পৌরসভাসহ ১১টি ইউনয়িনের ৫৪টি মাধ্যমকি ও কলেজ প্রতিযোতার মাধ্যমে বিজয়ী হয়ে উপজলো পর্যায়ে মোট ২১ টি শক্ষিা প্রতিষ্ঠান
অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দলীয়ভাবে মাধ্যমিকে প্রথম হয়েেছ মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন এবং কলজে র্পযায়ে মঠবাড়িয়া সরকারি কলজে। উপজলো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থতি ছলিনে, কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, হাতমে আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়িরে প্রধান শিক্ষক নাসির উদ্দিন , তুষখালী আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শক্ষিক এইচ এম আকরামুল ইসলাম, তোফলে আকন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ ১৩টি মাধ্যমকি বদ্যিালয়রে ক্রীড়া ও সংগীত বিষয়ক শিক্ষক মন্ডলী। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।