স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়সহ মঠবাড়িয়ার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক কর্মচারীরা অংশ নেয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজি। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শেষে সকলের সম্মতিক্রমে প্রধান শিক্ষক মো. আবদুর রাসেদ হাওলাদারকে সভাপতি, মো. নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও শিক্ষক শুকদেব ঢালীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখা গঠিত হয়।
সম্মেলনে বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবী জানিয়ে অবিলম্বে শিক্ষা জাতীয় করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রাসেদ হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক কাওসার আলী, বরিশাল আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, পিরোজপুর জেলা সভাপতি কাজী মুজিবুর রহমান, সম্পাদক শেখ আলমগীর হোসেন, আ’লীগ যুগ্ম সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান খান, নূর হোসাইন মোল্লা, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এইচএম আকরামুল ইসলাম, শহীদুল হক, কর্মচারী কামরুল আহসান ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে শিক্ষা জাতীয় করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেন।