স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়ির আঙিনার সবজি ক্ষেতের বেড়ার জালে আটকে একটি অজগর সাপ আটক হয়েছে। সোমবার (০৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের এক চা বিক্রেতা মহিবুল্লাহ হাওলাদারের বাড়ির আঙিনায় সবজি ক্ষেতের চারপাশের জালে এ অজগর সাপটি আটকা পড়ে। পরে স্থানীয়রা মিলে প্রায় ১০ ফুট লম্বা এ অজগরটি উদ্ধার করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলী গোলবুনিয়া গ্রামের মো. মহিবুল্লাহ সোমবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় নিজের সবজি ক্ষেত পরিচর্যাকালে ক্ষেতের চারপাশে বেড়া দেয়া জালে অজগরটি আটকা পড়া অবস্থায় দেখেন। এ সময় তিনি প্রতিবেশী যুবক নুরুল আমীন রাসেলসহ কয়েকজন তরুনের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। পরে স্থাণীয় চৌকিদার মোঃ মামুন মিয়া অজগরটি হেফাজতে রেখে বন সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেন।
মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফকর উদ্দিন বলেন, সাপটি যেহেতু সুন্দরবনের সম্পদ সেহেতু সুন্দরবন শরণখোলা রেঞ্জে অবহিত করে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।