স্টাফ রিপোর্টার : মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নির্যাতন, ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার সকালে বিদ্যালয় সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য নিজামুল কবির মিরাজ, শিক্ষক মিরাজ মিয়া, শিক্ষার্থী শফিকুল ইসলাম, নাজমুন্নাহার প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ধন্যবাদ জানান।