স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী ও শ্যালিকাকে নির্মম নির্যাতন করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। বুধবার বিকেলে উপজেলার বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আ. জলিল মাতুব্বরের মেয়ে মাহামুদা বেগমের সাথে প্রায় ৮ বছর পূর্বে প্রতিবেশী জব্বার মাতুব্বরের ছেলে বেল্লাল মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের পর বিদেশ যাবার কথা বলে বেল্লাল মাতুব্বর মাহামুদার পরিবারের লোকজনের কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নেয়। পরে বেল্লাল বিদেশ থেকে বাড়িতে এসে সম্প্রতি ব্যবসার জন্য পুনরায় তিন লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রীর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এর ধারাবাহিকতায় যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে বুধবার বিকেলে স্বামী বেল্লাল মাতুব্বর, তার ভাই আনোয়ার মাতুব্বর, বাবা জব্বার মাতুব্বর মিলে অন্তঃসত্ত্বা মাহামুদা বেগমকে চুলের মুঠি ধরে অমানুষিক নির্যাতন শুরু করে। এ সময় মাহামুদার ছোট বোন কলেজ ছাত্রী ইমা আক্তার বাধা দিলে তারা তাকেও মারধর করে ফেলে রাখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দুই বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ গোলাম ছরোয়ার (বৃহস্পতিবার বিকেলে) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।