স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম বেপারীর অকালমৃত্যুতে যুবলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ।
উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা রামিম আহমেদ, তৌহিদ মাসুম, শাহিন মিয়া নবী, জয়নাল আবেদীন, এটিএম জাকারিয়া মুন্না, মিজান শরীফ, শাহ আলম, শিপন হাওলাদার প্রমুখ।