স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজাহিদ কমিটি মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফী মাহমুদ খোকন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পীরে কামেল চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, ফরিদপুরী নারানদিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফরিদী। মাহফিলে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুর, পাথরঘাটা, বামনা, কাঠালিয়াসহ বিভিন্ন স্থানের হাজার হাজার মুসুল্লীরা অংশ নেয়।