স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে বৃহস্পতিবার সকালে সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন রাজা।
সমিতির সভাপতি এ্যাড. মজিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সমিতির সাবেক সভাপতি আফজাল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা শরীফ মো. আলমগীর হোসেন, লুৎফর রহমান, এ্যাড. দীলিপ কুমার পাইক, মো. জাকির হোসে খান, আবুল বাশার মাতুব্বর প্রমুখ। এসময় সমিতির ৬’শ ৪৭ জন সদস্য সভায় অংশ গ্রহণ করেন।