স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাস্ক ব্যবহার না করায় তিন জনকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যামান আদালত। শুক্রবার বিকেলে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মানায় তিন পথচারিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে এ অর্থ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, চলমান করোনা সংক্রমণ রোধে হাট বাজারে জনসমাগমে, বাসস্ট্যাণ্ড ও লঞ্চঘাটে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। পরিবহনযাত্রী সাধারণসহ হাটে বাজারে জনসমাগমে সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথাযথভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক বলেন, করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।