স্টাফ রিপোর্টার: পিরাজপুরর মঠবাড়িয়ায় মাসিক আইন শংখলা ও সম^য় সভা সামবার সকাল উপজলা পরিষদ সভা কক্ষ অনুষ্ঠিত হয়ছ। সভায় উপজলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভমিক এর সভাপতিত্ব বক্তব্য রাখন, উপজলা চয়ারম্যান মা. রিয়াজ উদ্দিন আহম্মদ, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, উপজলা ভাইস চয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এডভাকট নাসরিন জাহান, ইউপি চয়ারম্যান, মা. হারুন অর রশিদ তালুকদার, এবিএম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনা, মা. মিরাজ মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য (প্যানল চয়ারম্যান) মা. রাজা মিয়া, প্রধান শিক্ষক মা. রুহুল আমিন, মা. নাসির উদ্দিন, মা. খলিলুর রহমান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, নাজমুল আহসান কবীর, মিজানুর রহমান মিজু, মজিবর রহমান কামরুল আকন, জুলফিকার আমীন সাহল প্রমূখ। পর মঠবাড়িয়া থক বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াসক ফুলর তারা দিয় বিদায়ী সংবর্ধনা দয়া হয়।
সভায় উপজলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভমিক করানা সংক্রমন ভাইরাসর আক্রমন থক বাঁচত সকলক সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নিয়ম-কানুন মন চলার অহবান জনান এবং পরি¯িতি মাকাবলার জন্য সকলর সহযাগিতা কামনা করন।