স্টাফ রিপোর্টার : পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের আ’লীগের স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান (আপেল) মার্কা পেয়েই হাজার হাজার কর্মী সমর্থকদের জনসমুদ্র নিয়ে বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি সোমবার বিকেলে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় আশরাফুর রহমান সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পথসভায় আরও বক্তব্য রাখেন আ’লীগ যুগ্ম সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ ।
অপর দিকে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল) মার্কা পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ অফিসে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জাপা সভাপতি নুরুজ্জামান লিটন, যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, প্রচার সম্পাদক ফজলুল হক মনি প্রমুখ। শেষে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।