স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওয়হেদাবাদ গ্রামের দিনমজুর অরবিন্দু সিকদার (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধি কিশোর রোববার সকালে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। অরবিন্দু ওই গ্রামের মৃত রাজেন্দ্র নাথ সিকদারের ছেলে।
জানাযায়, মানসিক প্রতিবন্ধি অরবিন্দু এর আগেও তিন বার আতœহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়। সর্বশেষ রোববার সকালে অরবিন্দু তার মা শোভা রানীকে (৫০) পিটিয়ে আহত করে বসতবাড়ির একটি কাঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-জার্জ মো. গোলাম ছরোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় অরবিন্দুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।