স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে শহরের অংঙ্গন শপিং সেন্টার মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জুলহাস শাহিন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সংগঠনের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক প্রজিৎ কুমার মিস্ত্রী পীযূষ ও সাংগঠনিক সম্পাদক ডাঃঅভিজিৎ হাওলাদার প্রমুখ।