স্টাফ রিােপর্টার : মঠবাড়িয়ায় নিখোঁজের ১৩দিনেও খোঁজ মেলেনি মাদ্রসার ছাত্র মোঃ আব্দুল্লাহ (১৩)। আব্দুল্লাহ উপজেলার ধানীসাফা ইউনিয়নের পূর্ব ফুলঝুড়ি গ্রামের মো. নাছির উদ্দিন আকনের ছেলে। সে স্থানীয় ধানীসাফা ছালেহিয়া ফাযিল মাদ্রাাসায় ৭ম শ্রেণির ছাত্র। গত শনিবার ঈদের দিন দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় নিখোজ আব্দল্লার চাচা মো. জহিরুল ইসলাম সন্ধ্যান চেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছে।
থানাসূত্রে জানাগেছে, গত শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ি থেকে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের স্বজনরা সম্ভাব্য স্থানে শিশুটিকে খুঁজে পায়নি।
এ বিষয়ে আবদুল্লাহর চাচা মো. জহিরুল ইসলাম মঠবাড়িয়া থানায় রোববার একটি সাধারন ডায়েরি করেছেন। ডায়েরি নং-৮২২, তারিখ: ১৮/০৬/২০১৮। শিশুটির কেউ সন্ধান পেলে নি¤œ ঠিকানায় যোগাযোগের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানা -মো. নাছির উদ্দিন আকন, গ্রাম: পূর্ব ফুলঝুড়ি, ডাকঘর: সাফা বন্দর, উপজেলা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর। মোবাইল- ০১৭০৫৬১৯৪০১, ০১৭০৬২১৩৫৪৯ ও মো. বশির আহমেদ, মোবাইল- ০১৭৪৩৯১৬৯০৬ ।