স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে রুবেল আকন স্বাধীন (২৬) নামে এক কলেজ ছাত্রকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত স্বাধীন উপজেলার শাখারীকাঠী গ্রামের আবুল হোসেন আকনের পুত্র ও মঠবাড়িয়া সরকারী কলেজের ডিগ্রি শেষবর্ষের ছাত্র।
মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শাখারীকাঠী এলাকার মন্ডল বাড়ির সম্মুখ সড়কে অভিযান চালিয়ে গাঁজসহ কলেজ ছাত্র স্বাধীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দণ্ডাদেশ প্রদান করেন।