স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার পূর্ব রাজপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রাসেল মৃধা (২৫) কে মঙ্গলবার দুপুরে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সলের ২০ সেপ্টেম্বর ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে পুলিশ তল্লাশি চালিয়ে রাসেল মৃধা, মহিন উদ্দিনকে আটক করে। এসময় পুলিশ রাসেল মৃধার পকেট থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আপরাধ প্রমাণিত না হওয়ায় মহিন উদ্দিন ও দোলোয়ারকে খালাস দেন।