স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় করোনা ও আম্ফানের প্রভাবে সংকটে থাকা কর্মহীন চরবাসি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও সুকনো খাবারসহ প্রায় ৫০ টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক এ খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক বলেন, মঠবাড়িয়ার মাঝেরচর একটি বিচ্ছিন্ন এলাকা। করোনা সংকট ও আম্ফানের প্রভাবে চরবাসি পরিবারগুলোর আয় কমে গেছে। তাইতো চরবাসি এ সকল পরিবারের মাঝে কয়েকদফা মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। চরবাসিদের নিয়মিত স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।