স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার তেতুলতলা বাজারে মঙ্গলবার দুপুরে মহিষের শিংএর আঘাতে হানিফ ব্যাপারি (৫৫) নামে এক স্ব-মিল মিস্ত্রীর করুন মৃত্যু হয়েছে। ৩ সন্তানের জনক নিহত হানিফ উপজেলার দধিভাংগা গ্রামের মৃত আ. হালিম ব্যাপারির ছেলে।
জানাযায়, মঙ্গলবার সকালে স্থানীয় তেতুলতলা বাজার সংলগ্ন মাছুম হাওলাদারের স্ব-মিলের উত্তর পাশে খালের পারে সাইফুল ইসলাম চপল তার একটি মহিষ বেঁধে রাখে। এ সময় স্ব-মিলে কাজ করার জন্য মিস্ত্রী হানিফ মিলের পিছনে গেলে মহিষ ক্ষিপ্ত হয়ে রশি ছিড়ে তার উপর হামলা করে। মহিষ শিং দিয়ে হানিফের পেটে আঘাত করলে নাড়ি-ভূড়ি বের হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার হোসেন মহিষের আঘাতে স্ব-মিল মিস্ত্রীর মৃত্যু নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।