স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দীন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজ অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও গর্ভানিং বডির সদস্য আরিফ-উল-হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, বাকবিশিস এর পিরোজপুর জেলার সভাপতি সিনিয়র প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, সহকারী অধ্যাপক তপন কুমার হালদার, সিনিয়র প্রভাষক কবিতা মোদক, প্রভাষক জুলহাস শাহিন, অভিভাবক ইঞ্জিনিয়ার আউয়াল, রুবেল আকন, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধ করে কলেজেই মান সম্মত ক্লাস ও কোচিং করিয়ে শিক্ষার মানউন্নয়নের কথা বলেন।