স্টাফ রিপোর্টার : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জি.এম. সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বশির আহমেদ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
সভার শুরাতে সুন্দরবন সাব-সেক্টরের যুুদ্ধকালীন কমান্ডার ও মুক্তিযুদ্ধ চলাকালে মঠবাড়িয়া থানার মুক্তিবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপটেন (অব:) আলতাফ হোসেন আকন ও মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজীর মৃত্যুতে দোয়া ও মোনাজান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।