স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। উপজেলার সাপলেজা বাজারের শ্রীগুরু ভাণ্ডার নামে পাইকারি ও খুচরা মুদি ব্যবসায়ী গৌতম পালের দোকান ঘরের টিনের চাল কেটে চোর ভিতরে প্রবেশ করে তিন ভরি স্বর্ণালংকারসহ ক্যাশবাক্সে থাকা চার লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে বলে জানা যায়।
দোকান মালিক গৌতম পাল বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে দোকানের সাথেই বাসায় ঘুমাতে যাই। সকালে দোকান খুলে দেখি ক্যাশবাক্সের তালা ভাঙা। বিষয়টি সাথে সাথে স্থানীয় দফাদারসহ ইউপি চেয়ারম্যানকে অবহিত করি।
মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ কেএম তারিকুল ইমলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
