স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারী শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ সোমবার দিনভর শ্রেণী কক্ষে পাঠদান বন্ধ রেখে বেসরকারী স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ) ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর যৌথ উদ্যোগে এ কর্মবিরতি পালন করেন।
এতে উপজেলার ১১ ইউনিয়নের ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি মাদ্রাসা ও ১০টি বেসরকারী কলেজের দেড় সহ¯্রাধিক শিক্ষক কর্মচারী স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন। এসময় বেসরকারী শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করে অবিলম্বে শিক্ষা জাতীয়করণ ও সরকারী সকল ভাতাদি যথারীতি চালুর দাবি জানান।
