স্টাফ রিপোর্টার : “জ্ঞান শক্তি সমারুঢ় তত্তমালা বিভুষিতম! ঋক্তি মুক্তি প্রদাতারং তষ্মৈই শ্রী গুরুবে নমঃ” এই মন্ত্রকে হৃদয়ে ধারন করে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচায্যবর শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরণে এবং বিশ্বশান্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া শ্রীগুরু সঙ্ঘ ও কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির উদ্যোগে আটদিন ব্যপী শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার শুরু হবে। কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে প্রাতঃকালীন প্রার্থনা ও গুরু বন্দনা, শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু দেবের পাদুকা উৎসব অনুষ্ঠানে আনয়ন, সকাল নটায় সঙ্ঘ পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালী, ভোগ বিনোদন, দুপুরে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতী, সমাবেত প্রার্থনা ও গুরু প্রসঙ্গে গান, শ্রীমদ্ভাগবত পাঠ, রাতে শ্রীগুরু সঙ্ঘ এবং শ্রী গুরু প্রসঙ্গে আলোচনা ও মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস। ৯মার্চ শুক্রবার থেকে ১৩ মার্চ (৫দিন) বিরতীহীন ভাবে চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। দেশের বিভিন্ন জেলার আটটি সম্প্রদায় নামকীর্ত্তন পরিবেশন করবেন। ১৫ মার্চ দুপুরে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক উত্তম কর্মকার জানান, দুঃখ ক্ষুধা, যুদ্ধ পীড়িত এ দুঃসময়ে অশান্ত পৃথিবীর সকল জীবের কল্যাণ ও শান্তি কামনায় এবং অশুভ বিনাশের প্রত্যয়ে বিগত বছরের ন্যায় এবারও শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল ভক্ত শিষ্যসহ সর্ব স্তরের মানুষকে মহানাম যজ্ঞানুষ্ঠান উপস্থিত হয়ে নামসুধা শ্রবণের অনুরোধ জানান হয়েছে।