স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির পাচঁ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তুষখালী ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে পাচ ইউপি সদস্যসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
পরে সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মহাজোট প্রার্থী ডা.রুস্তুম আলী ফরাজী, আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস,সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুুব্বর, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার,ইব্রাহিম খলিল,রিয়াজুল আলম ঝনো,হারুন অর রশিদ তালুকদার, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার,নাছির উদ্দিন হাওলাদার, সদ্য যোগদেয়া ইউপি সদস্য মনিরুল ইসলাম দুলাল, সাবেক ইউপি সদস্য ছগির প্রমুখ।
এসময় বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর (লাঙল প্রতিকের) পক্ষে কাজকরে বিজয়ী করতে আহবান জানান।