স্টাফ রিপোর্টার : হযরত খাজা গরীবে নেওয়াজ সুলতানুল আউলিয়া মাইনুদ্দিন চিশতী আজমেরী (রঃ) এর স্বরণে মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালীতে এক বাৎসরিক ওরশ শরীফের আয়োজন করা হয়েছে। ১ থেকে ২ মার্চ বৃহস্পতি ও শুক্রবার মধ্য তুষখালী কলেজ সংলগ্ন মোঃ রফিকুল ইসলাম শিশু ফকিরের বাড়ি ৩১ তম এ বাৎসরিক ওরশ শরীফ চলবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহ সুফী সৈয়দ হযরত মোঃ কুদ্দুস আলী চিশতী (দুধ চাঁন) ও বাগেরহাট খানজাহান আলী মাজারের খাদেম মোহাম্মাদ লালন ফকীর। এ উপলক্ষে ইসলামী জলসার আয়োজন করা হয়েছে।