স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে বনাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বনাঢ্য র্যালী মঠবাড়িয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে হাতেম আলী বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, কমিউনিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিসুর রহমান প্রমুখ।
