স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া ১০৬নং মকুমা সরকারি প্রাথমিক কিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শনিবার সকালে এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউনেডশন এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডি.আই.জি বাংলাদেশ পুলিশ, ডিরেক্টর, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, অনুষ্ঠান উদ্বোধন করেন এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউনেডশন এর চেয়াম্যান মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শাহাবুদ্দিন আহম্মেদ দুলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোস্তফা শাহলম, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ ফারুক, আ.লীগ নেতা হারুন অর রশিদ খান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন আবু, অভিবাবক শাহলম মৃধা, সমাজসেবক তরিকুল ইসলাম মধু প্রমুখ।