স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের মঠবাড়িয়া ইউনিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, ইউআরসি কর্মকর্তা আবু ইউসুফ সরোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কিরন রায়, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন প্রমুখ।