স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদের কচুবাড়িয়া ও তীরবর্তী সাপলেজা বাজারে অভিযান চালিয়ে ২০হাজার মিটার কারেন্ট জাল জদ্ব করেছে মৎস্য বিভাগ। ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকর এ কারেন্ট জাল জদ্ব করে পুড়িয়ে ফেলা হয়। [the_ad id=”7244″] এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সরোয়ারদী সবুজ, ফিল্ড সহকারি মনিরুজ্জামান। [the_ad id=”7244″]
