স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া ঘোপখালী ও ছোট শৌলা গ্রামে বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য বুধবার দুপুরে ৩’শ তালের বীজ রোপন করা হয়েছে। এনএটিপি প্রকল্পের সিআইজি গ্রুপের ওয়াহেদাবাদ ব্লক ও দেবীপুর ব্লকের (পুরুষ) দলের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সগযোগিতায় এ তালের বীজ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ঘোপখালী এনএটিপি সিআইজি পুরুষ দলের সভাপতি ইউনুচ তালুকদার, মিরাজ গাজী, সাধারণ সম্পাদক আব্দুর রব খন্দকার প্রমুখ।