ইসরাত জাহান মমতাজ : পরীক্ষায় ফেল করে আত্মহত্যা প্রবণতা রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফলাফল মাইনাস এইট্টি’ এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। স্যামসাং মঠবাড়িয়া শাখা এর সহযোগীতায় সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এই চলচ্চিত্রের মহরত উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সরকারি কলেজ প্রভাষক মোহসেনুল মান্না, স্যামসাং কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা প্রমুখ।
সাইফুল লিমনের চিত্রগ্রহন এবং মেহমেত বান্নার চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রে প্রভাষক মোহসেনুল মান্না, শিক্ষার্থী আরিফ, ওয়াসি, নুর-এ-জান্নাত, মিম, সানি, অনিক, আশিষ, সাইফুল, নোমান, সালমাসহ সরকারী কলেজের শতাধিক শিক্ষার্থী অভিনয় করবেন।
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক মেহমেত বান্না জানান, চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শুধুমাত্র কুমিল্লা বোর্ডে ১১জন শিক্ষার্থী আত্মহত্যা করে। এ দায় আমাদের সবার। সেই দায়বদ্ধতা থেকেই এই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আসুন আত্মহত্যার প্রবণতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করি।