স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯৭নং দক্ষিণ সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এমপি। রোবরাব দুপুরে এই উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক মাওঃ নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, ম্যনেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রব মাস্টার, এমপির জনসংযোগ প্রতিনিধি আলী রেজা রঞ্জু প্রমুখ।
ডা. রুস্তুম আলী ফরাজী বলেছেন, সরকার শিক্ষার গুরুত্ব দিয়ে বিনামূল্যে বই দেয়ার পাশাপাশি শিক্ষার্থীরা নতুন বছরে উপবৃত্তি ও নতুন পোশাক দিচ্ছে। নতুন ভবনটি হওয়ায় এলাকার শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনের কারণে শিক্ষার্থী আরও বৃদ্ধি পাবে, সেই সাথে ঝরে পরাও রোধ হবে।
উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে ৬ রুমবিশিষ্ট একতলা ভবনটি নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জমাদ্দার অয়েল অ্যান্ড মোটরসের স্বত্বাধিকারী জাকারিয়া টিপু।