স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় শীতার্ত প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগ দুই শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্ত প্রবীণদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পিরোজপুর জোনের সহকারী জোনাল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন, এরিয়া ম্যানেজার জি.এম. মাহমুদ জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, শাখা ব্যবস্থাপক ওমেদুল হক ও প্রবীণ আবদুল করিম মোল্লা প্রমুখ।