মেহেদী হাসান : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা একটি অভিনন্দন শোভাযাত্রা বের করে। আজ বুধবার সকালে শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস হয়ে মিরুখালী বন্দরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, অবিভাবক, গভার্নিং বডির সদস্যসহ প্রায় সহা¯্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, শিক্ষক শহীদু ইসলাম, রোকনুজ্জামান শরীফ, এ.কে.এম সাকিল আহমেদ, হাসিবুল ইসলাম, মাহাবুব আলম খান, শিক্ষিকা চাদনী রায়, সাংবাদিক দেবদাস মজুমদার, শিক্ষার্থী রেশমা আক্তার, পলাশ রায় প্রমুখ।
শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন খানের নিজ উদ্যোগে একাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।