স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিার্থীদের সকল দাবি মেনে নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার বান্ধবপাড়া ছালেহিয়া আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বান্ধবপাড়া বাজার প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, অভিভাবক, মাদ্রাসা গভার্নিং বডির সদস্যসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শেষে মাদ্রাসা মিলনায়তনে অধ্য মাওলানা এ.কে.এম. আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মাদ্রাসা গভার্ণিং বডির সদস্য মো. নান্না মিয়া হাওলাদার, শিক্ষক দেলোয়ার হোসেন আকন, মিজানুর রহমান, মহিববুল্লাহ, অপূর্ব মিত্র, শিক্ষার্থী তামান্না আক্তার, নাঈম উদ্দিন প্রমুখ।