স্টাফ রিপোর্টার : বেসিক ব্যাংক লিমিটেড মঠবাড়িয়া শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কার্যালয়ে কৃষি ও দুগ্ধ উৎপাদন খাতে ১০জনকে এ ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ কর্মসূচীতে বেসিক বাংকের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার সচিব হারুন অর রশিদ, কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আলী হায়দার, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ সদস্য হেলাল মুন্সী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।